চাঁদপুরের মতলব উত্তরে নিয়ন্ত্রন হারিয়ে ৩ টন মালবাহী ক্ষমতাসম্পন্ন একটি মালবোঝাই মিনি ট্রাক উল্টে খাদে পড়ে গেছে। মঙ্গলবার সকালে উপজেলার রসূলপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। এতে চালক আহত হয়েছেন। স্থানীয়রা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে প্রায় ৩ টন ওজনের মাল নিয়ে চাঁদপুর যাওয়ার উদ্দেশ্যে গাড়ীটি (রেজিঃ নং ঢাকা মেট্রো-ড-১১ -৬৬৪৫) ঢাকা থেকে যাত্রা করে। চাঁদপুর যাওয়ার পথে মতলব উত্তর উপজেলার রসুলপুর পৌছলে একটি মোড় অতিক্রম করার সময় ডান পাশের পাতির স্প্রিং ভেঙ্গে যায়। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে গেছে।
গাড়ির মালিক রিনা বেগমের স্বামী আব্দুল মতিন শেখ জানান, সকালে গাড়িটি ঢাকা থেকে আসে। দূর্ঘটনার খবর শুনে তাড়াতাড়ি ছুটে আসি। পুরো গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে। আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। গাড়িতে থাকা মালামালও ব্যাপক ক্ষতি হয়েছে।
খান মোহাম্মদ কামাল
: : আপডেট, বাংলাদেশ ১১: ৪৩ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur