Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে ভোটার দিবস উদযাপন
ভোটার

মতলব উত্তরে ভোটার দিবস উদযাপন

‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে’ এ প্রতিপাদ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস-২০২৩ পালিত হয়েছে।

বৃহস্পতিবার ২ মার্চ সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোভিত বটছায়া মঞ্চে এসে শেষ হয়।

শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবু তাহেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপু, সমবায় কর্মকর্তা ফারুক হোসেন, একাডেমি সুপারভাইজার সাইফুল ইসলাম, আইসিটি প্রকৌশলী শাজাহান মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী সজীব চন্দ্র দাস প্রমূখ।

এসময় ইউএনও আশরাফুল হাসান বলেন, বাংলাদেশের সকল সেবা এখন ডিজিটালাইজড হয়ে গেছে। এসব সেবা পেতে হলে ভোটার হতে হবে। এছাড়াও উন্নত দেশ গড়ার লক্ষ্যে ভোটার হওয়ার বিকল্প নেই।

প্রতিবেদক: খান মোহাম্মদ কামাল, ২ মার্চ ২০২৩