মতলব উত্তরে রুহিতারপাড় গ্রামে আরিফ হোসেন নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে বলে পরিবার সূত্রে জানা গেছে। আরিফ হোসেন উপজেলার ছেংগারচর পৌরসভার ৭নং ওয়ার্ডের
রুহিতারপাড় গ্রামের মোঃ জয়নাল আবেদিনের ছেলে। তবে সে কি কারনে বিষপান করেছে তা জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
নিহতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, গত ৩১ মে রাত সাড়ে ১০টার দিকে তাদের ঘরের ভিতর থাকা কীটনাশক পান করে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে আরিফ। পরে পরিবারের লোকজন তাকে দ্রæত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।
পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ হলে গত শনিবার তাকে বাড়িতে নিয়ে আসা হয়। সোমবার (৪ জুন) ভোর রাতে সে আবারো পেটের ব্যাথায় ছটফট করতে থাকলে তাকে পূণরায় ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সোমবার সকাল ৯ টায় মৃত্যু বরণ করে।
এ ব্যাপারে নিহত আরিফ হোসেনের মামা জাকির হোসেন সোমবার (৪ জুন) সন্ধায় মতলব উত্তর থানায় অপমৃত্যু সংক্রান্ত একটি ডায়েরী করেছে। পরে তার লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক :খান মোহাম্মদ কামাল
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur