মতলব উত্তর

মতলব উত্তরে ফলাফল বিপর্যয় : এক শিক্ষার্থীর জিপিএ ৫

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় উপজেলার -৮টি কলেজের মধ্যে সুজাতপুর কলেজ থেকে দি কার্টার একাডেমির ১ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তার নাম মো. ইরফান আবিদ।

সে বিজ্ঞান শাখা খেকে একমাত্র উপজেলায় এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী।

ঘোষিত ফলাফলে ছেংগারচর ডিগ্রি কলেজ থেকে ৪শ’ ৫৭ জন পরীক্ষার্থীর মধে পাস করেছে ৩শ’৪৫ জন,পাসের হার ৭৫.৬৬শতাংশ। কালিপুর হাইস্কুল এন্ড কলেজ থেকে ২শ’৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১শ,’৮৯ জন। পাসের হার ৬৪.২৯ শতাংশ।

নিশ্চিন্তপুর স্কুল কলেজ থেকে ৩শ’৩১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২শ’৩৮ জন, পাসের হার ৭১.৯০ শতাংশ।

নাউরী আর্দশ কলেজ থেকে ১শ’৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৮ জন,পাসের হার ৪৯.৪৪ শতাংশ। লুধুয়া স্কুল এন্ড কলেজ থেকে ১শ’৬৬ জন পরীক্ষার্থীর মধে পাস করেছে ৯১ জন, পাসের হার ৫৪.৮২ শতাংশ।

সুজাতপুর কলেজ থেকে ২শ’১৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১শ’৪১ জন,পাসের হার ৬৭ শতাংশ।
দি-কার্টার একাডেমি থেকে -১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ জন পাস করেছে। পাসের হার শতভাগ। মুন্সী আজিম উদ্দিন কলেজ থেকে ১৩২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯০ জন, পাসের হার ৬৮.১৮ শতাংশ।
অপরদিকে মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় মোট ১শ’৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১শ’২৪ জন। ফেল করেছে ২৩ জন। পাসের হার ৮৮ দশমিক ০৭ শতাংশ।
মাদ্রাসারগুলোর মধ্যে ফরাজীকান্দি আল ওয়েশিয়া কামিল মাদ্রাসা থেকে ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩০ জন। পাসের হার ৯৩.৭৫ শতাংশ।
নেদায়ে ইসলাম ফরাজীকান্দি মহিলা মাদ্রাসা থেকে ২৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৪ জন। পাসের হার ৮৮.৮৯শতাংশ।

সাড়ে পাঁচআনী হোসাইানিয়া সিনিয়র মাদ্রাসা থেকে ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৪ জন। পাসের হার ৭০.৫৯ শতাংশ।

বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৩১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩০ জন। পাসের হার ৯৭ শতাংশ।

হাশিমপুর আহম্মদিয়া সিদ্দিকীয়া আলিম মাদ্রাসা থেকে ১২ জন পরীক্ষার্থীর মধে পাস করেছে ০৮ জন। পাসের হার ৬৬.৬৭ শতাংশ।
লবাইকান্দি আল আমিন মাদ্রাসার থেকে ১১ জনপরীক্ষার্থীর মধে পাস করেছে ৮ জন। পাসের হার ৭২.৭২ শতাংশ।

প্রকাশিত ফলাফলে মতলব উত্তর উপজেলায় এইচএসসি ও আলিম পরীক্ষায় এ বছর পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ ।

গত বছর মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় ৪ জন জিপিএ-৫ পেলেও এ বছর মাদ্রাসা থেকে কোন জিপিএ-৫ নেই।

খান মোহাম্মদ কামাল : আপডেট, বাংলাদেশ সময় ২:০০ এএম, ১৯ আগস্ট ২০১৬, শুক্রবার
ডিএইচ

Share