চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নবাগত ইউএনও হিসেবে স্নেহাশিষ দাশ যোগদান করেছেন। ১৮ আগস্ট মঙ্গলবার বিকেলে তিনি তার নতুন কর্মস্থল মতলব উত্তর উপজেলায় নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন।
নবাগত নির্বাহী কর্মকর্তা স্নেহাশিষ দাশকে বরণ করে নেয়া হয়েছে। অফিসার্স ক্লাব আয়োজিত আজ বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে অফিসার্স ক্লাবের আয়োজনে বরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বে) ফাহমিদা হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
নবাগত ইউএনও স্নেহাশিষ দাশ উপজেলায় এসে পৌছলে ভূমি অফিসের কর্মকর্তারা ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।
অফিসার্স ক্লাবের পক্ষে নবাগত ইউএনও স্নেহাশিষ দাশকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বে) ফাহমিদা হক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
নবাগত ইউএনও স্নেহাশিষ দাশ তার নতুন কর্মস্থল মতলব উত্তর উপজেলায় এসে পৌছলে ভূমি অফিসে কর্মরত কর্মকর্তারা ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।
অফিসার্স ক্লাবের সদস্য উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মাহফুজ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারুক হোসেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আওরঙ্গজেব, উপজেলা নির্বাচন অফিসার মোঃ রিপন হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া, একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী সজিব চন্দ্র দাস প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা পাভেল খান পাপ্পু, পরিসংখ্যান কর্মকর্তা সাইদুল ইসলাম, আমার বাড়ি আমার খামার প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম,
এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিষ দাশ বলেন, মতলব উত্তর উপজেলার সকল উন্নয়নে সর্বাত্মক ভূমিকা রাখবো এবং উপজেলাকে উন্নয়নের মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবো। উপজেলা দেশের মধ্যে যাতে সকল ভালো কাজের প্রথম স্থান অর্জন করতে পারে সেজন্য সকলের সহযোগিতা প্রয়াজন।
উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য অফিসারদের সহযোগিতা কামনা করেন নবাগত ইউএনও স্নেহাশিষ দাশ।
প্রতিবেদক:কামাল হোসেন খান,১৮ আগস্ট ২০২০৯