চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। আটক গাঁজা ব্যাবসায়ী ইব্রাহীম (৫২) উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বদুরপুর গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে।
মতলব উত্তর থানা সূত্রে জানা যায়, থানার এসআই মো. নজরুল গোপন সংবাদের ভিত্তিতে সউ্গীয় ফোর্স নিয়ে ১০ জুন শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে, বদরপুর গ্রামের বেলতলী বাজার সংলগ্ন বেরীবাাদ এলাকায় মিন্নত আলীর দোকানের পাশে ইব্রাহীমকে ১ কেজি গাঁজাসহ আটক করে। পরে তাকে জেল হাজডে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল বলেন, আটককৃত ইব্রাহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, ১০ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur