Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে ক্যাপ্টেন (অবঃ) আফজাল হোসেন গাজীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ক্যাপ্টেন

মতলব উত্তরে ক্যাপ্টেন (অবঃ) আফজাল হোসেন গাজীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজী কান্দি ইউনিয়নের সেনাবাহিনীর ক্যাপটেন (অবঃ) বীর মুক্তিযোদ্ধা, সাবেক ছাত্রলীগ নেতা কৃষিবিদ মোঃ আফজাল হোসেন গাজী (৭৫) ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২২ এপ্রিল) ভোর ৪টা ১৫ মিনিটের তার নিজ গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজী কান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামের বাড়িতে স্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুনগ্রাহী আত্মীয়-স্বজন রেখে গেছেন। সেনাবাহিনীর ক্যাপটেন(অবঃ) বীর মুক্তিযোদ্ধা, সাবেক ছাত্রলীগ নেতা, কৃষিবিদ মোঃ আফজাল হোসেন গাজী উপজেলার ১২নং ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর গাজি বাড়ির ১২নং ফরাজী কান্দি ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম আলী আকবর গাজীর বড় সন্তান।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আমিরাবাদ বাজার বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন ঈদগাঁহ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযায় মরহুমের ভায়রা ভাই ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম,মরহুমের বড় সন্তান গাজী সাদি ইয়ামিন রাজিব, শ্রমিকলীগ নেতা মোঃ হানিফ খান, সাবেক ছাত্রলীগ নেতা হোসাইন মোঃ জনি, আমিরাবাদ বাজার কমিটির সভাপতি দেওয়ান শফিকুল ইসলামসহস্থানীয় ও দুর দুরান্ত থেকে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সুধিসমাজ, মরহুমের দেওয়ানবাগী ভক্তবৃন্দনহ অসংখ্য গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশ গ্রহণ করেন।

জানাযার নামাজ এর পূর্বে রাষ্ট্রীয় মর্যাদার গার্ড অব অনার প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) আল এমরান হোসেন খান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন। এরপূর্বে মরহুমের জানযার পূর্বে পৃথক পৃথকভাবে গার্ড অব. অনার প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে লেঃ জাবিদ নেতৃত্বে কুমিল্লা সেনানিবাসের চৌকস সেনা সদস্যরা। পরে সেনাবাহিনী প্রধানের পক্ষে মরহুমের কফিনে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। এরপর মতলব উত্তর থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) আল এমরান হোসেন খান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন। এ সময় বিউগলের করুণ সুর বেজে উঠে। দাফনের পর সেনাবাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ছোঁড়ে তাকে শেষ বিদায় সম্মাননা জানান। দু’দফা গার্ড অব অনারের পর অবসর প্রাপ্তি ক্যাপটেন বীরমুক্তিযোদ্ধা মরহুম মোঃ আফজাল হোসেন গাজীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে মরহুমের ছোট ভাই সমাজ সেবক গাজী শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় জানযার নামাজের পূর্বে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, ভায়রা ভাই চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম,মরহুমের বড় সন্তান গাজী সাদি ইয়ামিন রাজিব প্রমূখ।

নিজস্ব প্রতিবেদক, ২৩ এপ্রিল ২০২৪