Home / শীর্ষ সংবাদ / মতলব উত্তরের মাসুদ হত্যা মামলায় ৫ জনের ফাঁসি
masud murder case

মতলব উত্তরের মাসুদ হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মাসুদ রানা (২৩) নামের এক তরুণ ব্যবসায়ীকে হত্যার দায়ে পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশীদ পাঁচ আসামির ফাঁসির আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার রাঢ়িকান্দি এলাকার মো. ইয়াছিন বেপারী, আবদুল খালেক মোল্লা, সেলিম, মোহাম্মদ আলী ও ফারুক। মামলায় অভিযুক্ত অপর ৩ জন কামাল, চেরাগ আলী মোল্লা ও কেরামত আলী মোল্লাকে বেকসুর খালাস দেয়া হয়।

এ তথ্য জানিয়ে অতিরিক্ত সরকারি কৌঁসুলি সায়েদুল ইসলাম বলেন, ঘটনাটি ২০০৮ সালের। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রাঢ়িকান্দির বাসিন্দা ব্যবসায়ী মাসুদ রানাকে হত্যার দায়ে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

পূর্ব শত্রুতার জের ধরে দণ্ডপ্রাপ্তরা মাসুদরানাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করে। ঘটনার একদিন পর ৮ জনের বিরুদ্ধে নিহতের পিতা রবিউল দর্জি একটি হত্যা মামলা দায়ের করে। সাক্ষ্যপ্রমাণ শেষে মঙ্গলবার পাঁচ আসামির মৃত্যুদণ্ড ও অপর ৩ আসামীকে খালাস দেয় আদালত।

প্রতিবেদক- কবির হোসেন মিজি