মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ হিসেবে আলমগীর হোসেন মজুমদার যোগদান করেছেন।
মঙ্গলবার বিকেলে বিদায়ী ওসি কবির হোসেনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি। নবাগত ওসি আলমগীর হোসেন মজুমদার চাঁদপুর ডিবির ওসির দায়িত্বে ছিলেন।
নবাগত ওসি আলমগীর হোসেন মজুমদার দায়িত্ব পালনে সকলের সহায়তা চেয়ে বলেন, সবার সার্বিক সহযোগিতা থাকলে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।
প্রসঙ্গত, দায়িত্ব পালনে অবহেলায় নির্বাচন কমিশনের নির্দেশে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেনকে প্রত্যাহার করা হয়।
আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট
|| আপডেট: ০৬:০৭ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৫, বুধবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur