Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / ছেঙ্গারচরে বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ : সুপ্রীম কোর্টে আপীল
ছেঙ্গারচরে বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ : সুপ্রীম কোর্টে আপীল

ছেঙ্গারচরে বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ : সুপ্রীম কোর্টে আপীল

মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদীন খোকনের মনোনয়নপত্র বৈধ রায়ের বিরুদ্ধে মঙ্গলবার মহামান্য সুপ্রীম কোর্টে আপীল করা হয়েছে।

আপীল করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব রফিকুল আলম জর্জ। আপীলের শুনানি আগামী ২২ ডিসেম্বর। মঙ্গলবার মহামান্য সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডঃ সুফিয়া খাতুনের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি উপজেলা রিটার্নিং অফিসারের কাছে এসে পেঁৗছে।

প্রসঙ্গত, বিএনপির মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদীন খোকনের মনোনয়নপত্র ৫ ডিসেম্বর বাছাইতে বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম। পরে জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলের কাছে তিনি আপীল করলে ১০ ডিসেম্বর সেটি খারিজ করে দেয়া হয়।

১৩ ডিসেম্বর মহামান্য হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামানের যৌথ বেঞ্চে সারোয়ারুল আবেদীনের মনোনয়নপত্র বৈধ এবং নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই এ আদেশ দেয়া হয়।

আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট

 

|| আপডেট: ০৬:১৪ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৫, বুধবার

এমআরআর