Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে ৪৮তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
Kamal Khan...

মতলবে ৪৮তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ মাঠে রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে ৪৮তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আব্দুল কাইয়ুম খান।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো.সাইফুল ইসলাম,আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান,সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,যুবলীগের সভাপতি দেওয়ান জহির,জেলা যুবলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী সাখাওয়াত হোসেন,মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরকার আবুল কালাম আজাদ,প্রধানশিক্ষক মনসুর আহমেদ, প্রধানশিক্ষক শাহাজালাল,প্রধানশিক্ষক একেএম তাজুল ইসলাম, অধ্যক্ষ মো.এনামুল হক, অধ্যক্ষ আলহাজ্ব মিজানুর রহমান, অধ্যক্ষ মো শরীফ উল্লাহ, প্রধানশিক্ষক মো.দলিল উদ্দিন,প্রধানশিক্ষক মনিরুল হক পাটোয়ারী,প্রধানশিক্ষক মো.আরিফ উল্লাহ প্রমূখ।

ফুটবল প্রতিযোগিতা ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বনাম নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে। নিশ্চিন্তপুর ১-০ গোলে চ্যাম্পিয়ন হয়। ক্রিকেটে ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রমিলা ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে।

এছাড়া উপজেলা পরিষদ কমপ্লেক্স পুকুরে মতলব উত্তর উপজেলায় ৪৮তম জাতীয় স্কুল, মাদরাাসা ও কারিগরী ক্রীড়া সমিতির উদ্যোগে উপজেলার বিভিন্ন হাই স্কুল ও মাদ্রাসা ছাত্ররা সাঁতার প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।

খান মোহাম্মদ কামাল, ৯ সেপ্টেম্বর ২০১৯
এজি