মতলব দক্ষিণ

মতলবে ৩টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ

চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

২৩ সেপ্টেম্বর বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বর্ষা মৌসুমে কৃষিজমিতে পানি জমে জলাশয়ের সৃষ্টি হয়েছে। এই সকল জলাশয়ে মিনি ড্রেজার ভাসিয়ে কৃষি জমি নষ্ট করে মাটি ও বালু উত্তোলন করে আসছে প্রভাবশালী মহল।

এতে যে জমির মাটি ও বালু উত্তোলণ করা হচ্ছে তার পাশাপাশি অন্য কৃষি জমিও নষ্ট হচ্ছে। আর এই সকল কৃষি জমি বিনষ্টকারী ড্রেজার মেশিন ও এর মালিকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে উপজেলা প্রশাসন।

বুধবারের অভিযানে উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাগিচাপুর থেকে ২টি এবং বাড়ৈগাঁও গ্রামের বিল থেকে ১টিসহ মোট ৩টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। অভিযান চলার সময় এসব ড্রেজার মালিকদের পাওয়া যায়নি বলে জানান ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমীন।

অভিযানের বিষয়ে তিনি বলেন, এই অভিযান অব্যহত থাকবে। এই বিষয়ে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করেছি।

করেসপন্ডেট,২৪ সেপেটম্বর ২০২০

Share