চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় হৃদ্রোগ, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক বৃদ্ধ মারা গেছেন। ১৮ এপ্রিল শনিবার বিকেলে উপজেলায় নিজের গ্রামের বাড়িতে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তাঁর পরিবারের সদস্য ও স্বজনদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ওই গ্রামের একাধিক বাসিন্দা বলেন, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে হৃদ্রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গতকাল সকাল থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর তীব্র জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। বিকেলে তিনি মারা যান। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন ধারণা করে স্থানীয় লোকজন মতলব দক্ষিণ থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে জানান।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার আইচ বলেন, এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়। পরে সীমিত লোকের উপস্থিতিতে অত্যন্ত সতর্কতার সঙ্গে নিয়ম মেনে মৃত ব্যক্তিকে দাফনের ব্যবস্থা করা হয়।
মতলব দক্ষিণ করেসপন্ডেট,১৯ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur