চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও মতলব পৌর ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম মোহনের উদ্যেগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট হেলাল হোসাইন, সাধারণ সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েল ও সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর পিন্টু সাহার নির্দেশক্রমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট বাদ জোহর নবকলস ওয়াপদা পানি উন্নয়ন বোর্ড জামে মসজিদে মিলাদ ও দোয়াও অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, আওয়ামী লীগ নেতা প্রভাষক জসিম উদ্দিন, মোঃ আক্তার সরকার, ফারুক আহমেদ বাদল , মোঃ আবু হানিফ, আবু গাজী, মতলব পৌর যুবলীগের সহ-সভাপতি রিপন পাটোয়ারী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলমের রিয়াদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক ফাহাদ হাসান শিহাব, দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল করিম বাবু, রুবায়েত উৎস, রিয়াদ হাসান বাবু, কামাল দেওয়ার, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক পাটোয়ারী, মতলব পৌর ছাত্রলীগের সভাপতি গোলাম রাব্বি , মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্যার আলম পান্না, মতলব পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ তামিম , পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আসলাম পারভেজ, পৌর ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম ইমন, শান্ত, বিপ্লব প্রমুখ।
মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন ওয়াপদা পানি উন্নয়ন বোর্ড জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আবু সাঈদ মিয়া। পরে তাবারক বিতরণ করা হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,১৬ আগস্ট ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur