মতলব দক্ষিণ উপজেলার উত্তর দিঘলদী গ্রামে কতিপয় মুখোশধারী দুর্বৃত্ত কর্তৃক দেলোয়ার হোসেন প্রধান ও তার স্ত্রী সালেহা খাতুনকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানব বন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (২ জুন) বিকেলে বোয়ালিয়া আশ্রম সড়ক থেকে উত্তর দিঘলদী সড়কে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে অংশগ্রহণ করেন মতলব পৌরসভার কাউন্সিলর মামুনুর রশিদ মৃধা, সমাজ সেবক জহির প্রধান, শাহজাহান প্রধান, কাদির মোল্লা, রুহুল আমিন মৃধা, জাকির হোসেন মাস্টার, রিপন ভূইয়া, সিদ্দিক প্রধান, মন্নান প্রধান, ফজর আলী, আলী আর্শ্বাদ, মজিদ প্রধান, ওসমান প্রধান, মজনু গাজীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
মানব বন্ধনে এলাকাবাসী নিরীহ দেলোয়ার হোসেন প্রধান ও তার স্ত্রী সালেহা খাতুনকে যারা গভীর রাতে হত্যা করতে চেয়েছিল তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
প্রসঙ্গত, উত্তর দিঘলদী গ্রামের মৃত আমজাদ হোসেন প্রধানীয়া বাড়িতে গত ৩০ মে রাত আনুমানিক পোনে ১টায় দেলোয়ার হোসেন প্রধান ও তার স্ত্রী সালেহা খাতুনকে কতিপয় মুখোশধারী দুর্বৃত্তরা হত্যার চেষ্টা করে।
এ ঘটনায় হত্যার চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানব বন্ধন করছেন এলাকাবাসী।
এ সংক্রান্ত আগের নিউজটি….
দিঘলদীতে স্বামী-স্ত্রীকে হত্যার চেষ্টা
প্রতিবেদক- মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ
আপডেট, বাংলাদেশ সময় ১১ : ২৫ পিএম, ২ জুন ২০১৭, শুক্রবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur