চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এবারো আলুর বাম্পার উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন কৃষি অফিস। চলতি আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন হবে। এতে লাভবান হবে আলু চাষী কৃষকরা।
কৃষি অফিসের দেয়া তথ্য অনুযায়ী জানা যায়, চলতি মৌসুমে মতলব পৌরসভাসহ ৬টি ইউনিয়নে ৪ হাজার ৫ শত ৫০ হেক্টর জমিনে কৃষকরা আলুর আবাদ করেছে।
তার মধ্যে মতলব পৌরসভা এলাকায় ৮শ ৫০ হেক্টর, নায়েরগাঁও উত্তর ইউনিয়নে ৭শ ৯০ হেক্টর, নারেগাঁও দক্ষিণ ইউনিয়নে ৮শ ৬০ হেক্টর, নারায়ণপুর ইউনিয়নে ৬শ হেক্টর, খাদেরগাঁও ইউনিয়নে ৭শ ৫০ হেক্টর, উপাদী উত্তর ইউনিয়নে ৩শ ৬৫ হেক্টর, উপাদী দক্ষিণ ইউনিয়নে ৩শ ১০ হেক্টর জমিনে আলুর চাষাবাদ হয়েছে। ৫টি জাতের আলুর চাষাবাদ করেছে কৃষকরা।
সাধারণতঃ মুলটা, ডায়মন্ড, বেনোলা, এস্টারিকা, কার্ডিনাল নামে ৫ টি জাতের আলু চাষ করছেন এ অঞ্চলের কৃষকরা।
বে চাষাবাদ বেশি হয়েছে মুলটা ও ডায়মন্ড জাতের আলু।
কৃষি অফিস সূত্রে আরো জানা যায়, গত বছর প্রায় সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে।
তার মধ্যে উৎপাদন হয়েছে ৯৪ হাজার ৩শ মেট্রিক টন। যা লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ ছিলো। হেক্টর প্রতি জমিনে উৎপাদন হয়েছে ২১.২০ মেট্রিক টন আলু।
বাম্পার ফলন হওয়ায় এবং খরচ পুষিয়ে বেশি লাভবান হওয়ায় এবারো আলু চাষাবাদের প্রতি আগ্রহ দেখা দেয় কৃষকদের।
তাই কৃষকরাও আশাবাদী চলতি মৌসুমে বাম্পার ফলন হবে। বাজারে আলুর ন্যায্য মূল্য পেলে খরচ পুষিয়ে লাভবান হবে।
উপজেলা কুষি অফিসার মোঃ তাজুল ইসলাম চাঁদপুর টাইমসকে জানান, ‘মতলব দক্ষিণে কৃষি শস্য আবাদে কৃষকদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার মধ্যে আলু চাষের প্রতি আগ্রহ বেশি। কৃষকদের ফসলাদি আবাদের জন্য উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তাবৃন্দ সার্বক্ষণিক দিক নির্দেশনামূলক পরামর্শ দিচ্ছে। কৃষকরা সে নির্দেশনা মোতাবেক ফসলাদি আবাদ করায় তারাও লাভবান হচ্ছে। তাই শাক-শবজীসহ বিভিন্ন উৎপাদনশীল ফসল আবাদের প্রতি ঝুঁকে পড়েছে কৃষকরা।’
এতে কৃষকদের পাশাপাশি দেশ সমৃদ্ধশালী হচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘মতলব দক্ষিণ পৌরসভাসহ ৬ ইউনিয়নের ১৯ টি ব্লকে ১৬ জন উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষকদের দ্বারে দ্বারে গিয়ে নারা পরামর্শ দিচ্ছে। এছাড়া আলুসহ বিভিন্ন সবজী উৎপাদনের ক্ষেত্রে কোন জমিনে কী পরিমাণ বীজ সার প্রয়োগ করতে হবে এবং ফসলের রোগ প্রতিরোধ সম্পর্কে সমপযোগী পরামর্শ দেয়া হচ্ছে।
প্রতিবেদক- মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ সময় ১০: ৪০ পিএম, ১৯ জানুয়ারি ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ