চাঁদপুর জেলার মতলব উত্তর এলাকায় শালিসকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য সুরুজ হত্যা মামলার পলাতক প্রধান আসামি কবির হোসেনকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১০ এবং র্যাব-৬ এর একটি যৌথ দল রোববার (২১ এপ্রিল) ভোর সোয়া ৪টার দিকে যশোর জেলার অভয়নগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার কবির হোসেন চাঁদপুর মতলবের উত্তর মাইজকান্দির মৃত রহিম উদ্দিন পাটোয়ারীর ছেলে।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল জানান, গ্রেপ্তার কবির ইউপি সদস্য সুরুজ হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের পর নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য যশোরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেট, ২২ এপ্রিল ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur