মতলব বাজারে ক্রোকারিজ, লাইব্রেরী, মুদী, ডিজেল-পেট্রোল এবং ইলেকট্রনিক এর দোকানে লাইসেন্স ছাড়াএলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ এবং বিক্রির দায়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান মালিককে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মতলব বাজারের৫ টি দোকান মালিককে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভুমি) সেটু কুমার বড়ুয়া।
তিনি বলেন, যত্রতত্র বিভিন্ন দোকানে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র,ফায়ার সার্ভিসের অনুমোদন এবং অগ্নি নির্বাপক যন্ত্র না থাকায় তাদেরকে জরিমানা করা হয়।
অপরদিকে আগামী ১০ দিনের মধ্যে উল্লেখিত কাগজপত্র করার জন্য বলা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর গাজী খোরশেদ আলম, ফায়ার সার্ভিস কর্মকর্তা আশাদুজ্জামান ও মতলব দক্ষিন থানার এএসআই শামসুদ্দিনসহ সঙ্গীয় ফোর্স ।
এসময় সহকারী কমিশনার ভূমি সেটু কুমার বড়ুয়া বলেন দশ দিনের মধ্যে সকলকে অগ্নি নির্বাপক যন্ত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৮ জুলাই ২০২২