Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে মসজিদ ও মাদ্রাসার নির্মাণে জন্য ব্যারিস্টার টিপুর জমিদান
চাঁদপুরের মতলব উত্তরের

মতলবে মসজিদ ও মাদ্রাসার নির্মাণে জন্য ব্যারিস্টার টিপুর জমিদান

চাঁদপুরের মতলব উত্তরের সুগন্ধি গ্রামে মসজিদ ও মাদ্রাসার জন্যে জমি দিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা, অবিভক্ত মতলব থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ‘৯০-এর গণআন্দোলনের সাবেক ছাত্রনেতা, মানবাধিকার আইনজীবী ব্যারিস্টার ওবাইদুর রাহমান টিপু। পৈত্রিক সূত্রে এ সম্পত্তির মালিক হন তিনি।

২৪ অক্টোবর শনিবার দুপুরে নিজ গ্রামের মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট ওয়াক্ফ্ রেজিস্ট্রিকৃত ৯ শতাংশ জমির দলিল তুলে দেন। এ উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করেন এ নেতা।

এ সময় উপস্থিত ছিলেন আবদুল মান্নান লস্কর, বোরহান উদ্দিন ফরাজী, হান্নান লস্কর, যুবদল নেতা আবু সাঈদ বেপারী ও ছাত্রদল নেতা আবু তাহের সুমন, সুগন্ধি গ্রামের সরকার বাড়ির গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

এ ব্যাপারে ব্যারিস্টার টিপু বলেন, বায়তুস শরীফ জামে মসজিদ নির্মাণের জন্য আমাদের পক্ষ থেকে ৯ শতাংশ জমি দেয়া হয়েছে। মাদ্রাসার কাজ হাতে নিয়েছি। সরকার বাড়ির পক্ষ থেকে আমরা এলাকার জন্য কিছু করতে চাই, যা চিরকাল স্মৃতি হয়ে থাকবে। দানের মাধ্যমে আল্লাহতায়ালার দেয়া সম্পদের শোকরিয়া আদায় করা হয়। এতে সম্পদ বৃদ্ধি পায়, গরীব ও অসহায় মানুষের প্রতি সহমর্মিতা প্রদর্শিত হয়।

তিনি আরো বলেন, ইসলামি জীবন ব্যবস্থায় দান বা সদকা একটি গুরুত্বপূর্ণ বিষয়। দান করা একটি মহান ইবাদত। এই ইবাদতের দ্বারা আল­াহর নৈকট্য যতটা সহজে লাভ করা যায়, অন্য কোনো ইবাদত দ্বারা ততটা সহজে লাভ করা কঠিন।

নিজস্ব প্রতিনিধি,২৫ অক্টোবর ২০২০