Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে ভোটার তালিকা হালনাগাদ শুরু

মতলবে ভোটার তালিকা হালনাগাদ শুরু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬ ইউনিয়ন ও মতলব পৌরসভার হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা শুরু হয়েছে। ভোটার অন্তর্ভুক্তির জন্যে ফরম পূরণের শেষ সময় ১৭ জানুয়ারি।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার মো. আবু জাহের ভূইয়া গত ২ জানুয়ারি স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ভোটার তালিকা আইন, ২০০৯ এর ৭(২) এবং ভোটার তালিকা বিধিমালা- ২০১২ এর ১৪(১) অনুসারে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর, নায়েরগাঁও দক্ষিণ, খাদেরগাঁও, নারায়ণপুর, উপাদী উত্তর, উপাদী দক্ষিণ ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড এবং মতলব পৌরসভার ৯টি ওয়ার্ডের ভোটার এলাকাসমূহের হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা করা হবে।

ভোটার তালিকায় নাম অর্ন্তভূক্তির দাবি অথবা অন্তর্ভুক্তির বিরুদ্ধে আপত্তি অথবা অন্তর্ভুক্তির বিষয় সম্পর্কে সংশোধনী দরখাস্ত ২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারী পর্যন্ত সংশোধকারী উপজেরা নির্বাচন অফিসার কার্যালয়ে ব্যক্তিগতভাবে অথবা ডাকযোগে দাখিল করতে হবে। হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা অনুযায়ী ১৮ জানুয়ারি নির্বাচন অফিসে ছবি তোলা হবে।

মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ সময় ১০:০৩ পিএম, ৭ জানুয়ারি ২০১৮, রোববার
ডিএইচ