Home / উপজেলা সংবাদ / মতলবে ব্যালটবাক্স ছিনতাই, পুলিশের গুলি : ভোটগ্রহণ বন্ধ
মতলবে ব্যালটবাক্স ছিনতাই, পুলিশের গুলি : ভোটগ্রহণ বন্ধ

মতলবে ব্যালটবাক্স ছিনতাই, পুলিশের গুলি : ভোটগ্রহণ বন্ধ

চাঁদপুরের মতলব দক্ষিণ পৌরসভায় মেয়র প্রার্থী আওলাদ হোসেনের কর্মীদের বিরুদ্ধে ব্যালটবাক্স ছিনতায়ের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫ রাউন্ড ফাঁকা গুলি করে। এছাড়াও সাময়িকভাবে একটি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রাখে। কেন্দ্র দু’টি হলো পৌরসভার মতলব ডিগ্রি কলেজ ও ২নং ওয়ার্ডের বাইশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রতক্ষ্যদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডের বাইশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আ’লীগ প্রার্থী আওলাদ হোসেনের কর্মীরা ব্যালটবাক্স ছিনতাইয়ের চেষ্টা করে। এতে অপর বিএনপি প্রার্থী এনামুল হক বাদলের কর্মী-সমর্থকদের মধে সংঘর্ষ দেখা দেয়। পরে কেন্দ্রের পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে।

কেন্দ্রের দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) সাহাবউদ্দিন চাঁদপুর টাইমসকে জানান, ছিনতাইয়ের পর সাময়িকভাবে কিছুক্ষণ ভোটগ গ্রহণ বন্ধ ছিলো।

তিনি চাঁদপুর টাইমসকে আরো জানান, অবশিষ্ট ব্যালটবাক্স দিয়েই পুনরায় ভোটগ্রহণ শুরু করা হয়েছে।

আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট

 

|| আপডেট: ০৪:৫৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৫, বুধবার

এমআরআর