লবনের মহাসংকট, দাম বৃদ্ধি এবং লবন মজুদ রাখা এমন গুজবের বিরুদ্ধে অভি্যানে নামেন মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন । ১৯ নভেম্বর মতলব দক্ষিণ উপজেলা সদরের বাজার সহ, মুন্সীরহাট, পিংড়া, বরদিয়া আড়ং বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুশরাত শারমিন।
তিনি পিংড়া মাষ্টার বাজারে লবনের সংকট দেখিয়ে ক্রেতাদের কাছ থেকে লবনের পেকেটের গায়ের দামের চেয়ে অতিরিক্ত টাকায় বিক্রি করার অপরাধে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০০০ টাকা, ১৫০০ টাকা ও ১০০০ টাকা সর্বমোট ৫,৫০০টাকা জরিমানা করা হয়। এছাড়া তিনি মুন্সীরহাট বাজারের সকল ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেন।
প্রসঙ্গত, গত দু’দিন ধরে সামাজিক যোগযোগের মাধ্যমে লবণের মূল্য বৃদ্ধি পেয়েছে বা পাবে এমন গুজব ছড়িয়ে দেয় একটি মহল। এ থেকে অনেকে বাজারে লবণ কেনার হিড়িক পড়ে যায়।
প্রতিবেদক : মাহফুজ মল্লিক, ১৯ নভেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur