‘নেতা মোদের মায়া ভাই, মাদকমুক্ত সমাজ চাই’ এ শ্লোগানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আবদুর রহিম দেওয়ানের আহ্বানে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৩ জুলাই) ফরাজীকান্দি ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ।
তিনি বলেন, মাদকের ভয়াবহতা আঁচ করে নতুন প্রজন্ম ও তাদের অভিভাবকদের সচেতনতা বিকাশে মাদক বিরোধী সমাবেশ করতে হবে। মাদকের বিরুদ্ধে কোন আপোষ নেই। প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স হিসাবে কাজ করছে তাই সকলকে মাদক বিরোধী সচেতনতার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোরার আহ্বান জানান।
ওসি আনোয়ারুল হক বলেন, মতলব উত্তর থানা পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাই সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন এবং এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাড়ান।
তিনি আরো বলেন, আজকের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র তাই নেশা ছেড়ে কলম ধরতে হবে এবং মাদকমুক্ত সমাজ গড়তে হবে।
ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন মুন্সির সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুর রহিম দেওয়ানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বক্তব্য রাখেন- মতলব উত্তর থানার ওসি আনোয়ারুল হক, ওসি (তদন্ত) আলমগীর হোসেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, সাংবাদিক শামসুজ্জামান ডলার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু।
সমাবেশে আরো বক্তব্য রাখেন- মাওলানা আহমদ উল্লাহ, আ’লীগ নেতা মানসুর আহমদ, সফিকুল ইসলাম, যুবলীগ নেতা কবির হোসেন, আতাউর রহমান সবুজ, শিক্ষক আবদুল বাতেন, ইমাম মাওলানা সফিকুল ইসলাম, ইউপি সদস্য মাহবুব আলম মিস্টার, নাসির উদ্দিন মুন্সি, ইসমাইল হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. হান্নান মাষ্টার, ইউনুছ দেওয়ান, পলাশ দেওয়ান, আবদুল মান্নান, সুমন গাজী, হানিফ খানসহ আরো অনেকে।
প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল