চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলায় চলতি স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের দর্শন বিষয়ের পরীক্ষায় একটি কেন্দ্রে একজন পরীক্ষার্থী। মঙ্গলবার(০৯ অক্টোবর) স্থানীয় মতলব সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রের ৮ নম্বর কক্ষে ওই পরীক্ষর্থীকে দেখা যায়।
এক পরীক্ষার্থীর জন্য দায়িত্ব পালন করেন ১৩ জন।পরীক্ষার্থীটির নাম চয়নিকা দাস।
সে মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
কেন্দ্রটির পরীক্ষা কমিটির সদস্য প্রভাষক মো. জাকির হোসেন বলেন, ‘ওই পরীক্ষার্থীর উত্তর ও প্রশ্নপত্র বিতরণ এবং গ্রহণসহ অন্যান্য কাজে দায়িত্ব পালন করেন একজন কক্ষ পরিদর্শক, পরীক্ষা কমিটির তিন সদস্য, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, দুজন কর্মচারী, তিনজন অফিস সহকারী, একজন পুলিশ, ইউএনওর একজন প্রতিনিধি ও ইউএনওসহ মোট ১৩ জন। তাঁদের সবাইকে পারিশ্রমিক দিতে হবে।’
এ যেন খাজনার চেয়ে বাজনা বেশি।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক
১০ অক্টোবর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur