চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা উত্তর বাইশপুর গ্রামে ২১ জুলাই রোববার দুপুর দেড়টায় সানজিদা আক্তার নামের পাঁচ বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
ওই শিশু উপজেলার মতলব পৌরসভার উত্তর বাইশপুর এলাকার সাখাওয়াত বকাউলের কন্যা। আজ রোববার সকালে দাদীর সঙ্গে সে বাড়িতে আসে।
পরিবার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আজ দুপুর দেড়টায় বাড়ির উঠানে খেলতে খেলতে সবার অলক্ষে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর দুুুুপুর দেড়টায় পরিবারের লোকেরা ওই পুকুরের পানিতে শিশুটির ভাসমান নিস্তেজ দেহ দেখতে পান।
সেখান থেকে উদ্ধার করে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে গোটা পরিবারে শোকের ছায়া নেমে আসে। পরে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক,১২ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur