Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে ত্রাণমন্ত্রীর বাড়ির আঙ্গিনায় রসালো ফলের রঙিন সমারোহ
Lichu..

মতলবে ত্রাণমন্ত্রীর বাড়ির আঙ্গিনায় রসালো ফলের রঙিন সমারোহ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লিচু বড় আকার ও সুস্বাদের জন্য স্থানীয়ভাবে বিশেষ জনপ্রিয়। মধুমাস জৈষ্ঠ্য আসার আগেই গ্রীষ্মের সুস্বাদু রসালো ফল লিচু এখন বাজাগুলোতে সয়লাব হয়েছে।

তবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাজারগুলোতে উঠা এখনও শুরু হয়নি।

উপজেলার লিচু বাগানগুলো ও বসতবাড়িতে দেশি লিচুর পাশাপাশি উচ্চ ফলনশীল চায়না-৩ এবং বোম্বে জাতের লিচু চাষ পাকা শুরু না হলেও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপির গ্রামের বাড়ি উপজেলার মোহনপুরে আগাম জাতের দেশি লিচুর বাম্পার ফলন হয়েছে।

গাছে পাকা রসালো লাল লিচুর থোকা এক রঙিন আবহের সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, লিচু (বৈজ্ঞানিক নাম Litchi chinensis) একটি নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলের ফল । এটি রসালো। এর ব্যাস সাধারণত ১-১.৫ ইঞ্চি। গাছ ১০-৩৫ ফুট উচ্চতা বিশিষ্ট হয়ে থাকে।

বাংলাদেশে এটি গ্রীষ্মকালীন ফল এবং এখানে ফেব্রুয়ারিতে এর মুকুল আসে ও ফল সাধারনত মে মাসের দিকে পাকে। বাংলাদেশের সব স্থানেই লিচু হয়, তবে উত্তরবঙ্গের রাজশাহী ও দিনাজপুর অঞ্চলে এর ভাল ফলন হয়। .

প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল

Leave a Reply