Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে তিন ‘ইয়াবা ব্যবসায়ীকে’ কারাদণ্ড
মতলবে তিন ‘ইয়াবা ব্যবসায়ীকে’ কারাদণ্ড

মতলবে তিন ‘ইয়াবা ব্যবসায়ীকে’ কারাদণ্ড

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় তিন ইয়াবা ব্যবসায়ীকে ১ বছরের কারাদন্ড প্রদান করেছে উপজেলা ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৪ আগস্ট) মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রে ও নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম এ রায় দেন।

সাজাপ্রাপ্ত দু’মাদক ব্যবসায়ী হলেন, মতলব উত্তর উপজেলার বলাইরকান্দি দেওয়ান বাড়ির রফিক মেম্বার, ছেংগারচর পৌরসভার বারআনী প্রধানীয়া বাড়ির বাবুল প্রধান ও একই উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর সরকার বাড়ির মিঠু সরকার প্রকাশ ওরফে কাউছার আলম।

মতলব উত্তর থানা পুলিশ সূত্রে জানা গেছে,মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌরসভাকে মাদকমুক্ত করার কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার মতলব উত্তর থানা পুলিশ পৌরসভা ও নিশ্চিন্তপুর এলাকায় এদেরকে আটক করে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন মজুমদার চাঁদপুর টাইমসকে জানান, ‘ইয়াবা ব্যবসায়ী বাবুল দীর্ঘদিন ধরে তার স্ত্রী ,যুবক দুই ছেলেসহ ব্যবসা করে আসছে। আসামী রফিক মেম্বার অপরাধ জগতের সংঘবদ্ধচক্রের সদস্য। চাঁদপুর বাবুরহাট কেন্দ্রিক অবস্থান করে অপরাধ সংগঠিত করতো।’

স্টাফ করেসপন্ডেন্ট, মতলব উত্তর : আপডেট, বাংলাদেশ সময় ০২:০০ এএম, ৪আগস্ট ২০১৬, শুক্রবার
ডিএইচ

Leave a Reply