Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে ড্রেজারের পাইপে আহত অধ্যক্ষের জ্ঞান ফিরেনি
মতলবে ড্রেজারের পাইপে আহত অধ্যক্ষের জ্ঞান ফিরেনি

মতলবে ড্রেজারের পাইপে আহত অধ্যক্ষের জ্ঞান ফিরেনি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর এলাকায় বালুর ড্রেজার পাইপের আঘাতে আহত প্রাক্তন অধ্যক্ষ আব্দুল হাইয়ের (৭০) ৮ দিনেও জ্ঞান ফিরেনি।

বর্তমানে সে ঢাকা সমরিতা হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীনে রয়েছে।

তার গ্রামের বাড়ি মতলব পৌরসভার বাবুরপাড়া মিয়াজী বাড়ি। হাজীগঞ্জ উপজেলার কাপাইকাপ আলিম মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ ছিলেন তিনি। বিগত ১০ অক্টোবর রাতে নারায়ণপুর ইউনিয়নে আত্মীয়ের নামাজে জানাযা শেষে রিক্সাযোগে বাবুরপাড়া নিজ বাড়িতে ফেরার পথে খাদেরগাঁও ইউনিয়ন কমপ্লেক্সের নিকট আসলে রাস্তার উপর বসানো বালু ভরাটের ড্রেজার পাইপের আঘাতে তার মাথায় মারাত্মক যখম ও রক্তক্ষরণ হয়।

এতে রিক্সা চালকও আহত হয়। স্থানীয় লোকজন আব্দুল হাইকে উদ্ধার করে প্রথমে নারায়ণপুর স্কয়ার হাসপাতালে নিলে তার অবস্থা বেগতিক দেখে দ্রুত ঢাকা সমরিতা হাসপাতালে নিয়ে ভর্তি করায়। তার পরিবারের অভিযোগ দুর্ঘটনাটি হওয়ার পর থেকে ড্রেজার ব্যবসায়ী নাসির দেওয়ান, হারুন ফরাজী, তাফাজ্জল, সিদ্দিকুর রহমানসহ কেউই রোগীর খোঁজখবর নেয়নি।

ঘটনার ৮ দিনেও তার অবস্থার কোন উন্নতি না হওয়ায় স্ত্রী, সন্তান ও পরিবার পরিজন অস্থির হয়ে পড়েছে এবং সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।

মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০১:০০ পিএম, ১৭ অক্টোবর ২০১৬, সোমবার
এজি/ডিএইচ

Leave a Reply