চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গত ৬ দিনে বিভিন্ন বয়সী ১৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৭-১২ জুলাই বুধবার বিকেল ৫টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন।
বুধবার দুপুরে হাসপাতালে ঘুরে দেখা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত ভর্তি হওয়া নিহা আক্তার (১৭), আসমা আক্তার (৩০), বশির আহম্মেদ (৩২) ও মো. তৌফিক (২৬) নামে চার ব্যক্তি চিকিৎসা নিচ্ছেন । তাঁদের বাড়ি উপজেলা সদর ও আশপাশের এলাকায়। স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্র আরো জানাযায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত শুক্র, শনি, রবি, সোম ও মঙ্গলবার দুজন করে ১০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। আজ আরও ভর্তি হন চারজন। গত ছয় দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন মোট ১৪ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মো. মুহিবুল্লাহ চাঁদপুর টাইমসকে বলেন, ‘গত কয়েকদিন ধরে হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত ব্যক্তিদের প্যারাসিটামল বড়ি, তরল খাবার এবং ক্ষেত্র বিশেষে অ্যান্টিবায়োটিক খেতে দেওয়া হচ্ছে। এর আগে রক্ত পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু জ্বরে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। জ্বর হওয়ার ২৪ ঘন্টার মধ্যে রক্ত পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন। দিন দিন ডেঙ্গু রোগী বৃদ্ধি পাওয়ায় জনসাধারণের মধ্যে আতংক বিরাজ করছে । এলাকার একাধিক ব্যাক্তিরা জানান ডেঙ্গু মশা নিধনে দ্রত সময়ে মধ্যে ব্যবস্থা নিতে পৌর মেয়রের সুদৃষ্টি কামনা করেন।’
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১২ জুলাই ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur