মতলব উত্তরে চোরাই যানবাহন মজুদ ও ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে গজরা ইউনিয়নের ডুবগী গ্রামের মজিবুর রহমান ওরফে মইজ্জাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গজরা এলাকা থেকে মইজ্জাকে আটক করে গণধোলাই দেয় জনতা। থানায় খবর দিলে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে ৪১১ ও ৪১৩ ধানায় মামলা দায়ের করা হয় এবং মঙ্গলবার তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওই মামলায় তার ভাই ইউপি সদস্য নূরুল ইসলাম (নূরু মেম্বার) ও তার ছেলে হাসান কে আসামী করা হয়েছে। গত সপ্তাহ খানেক আগে আটক হয় নূরু মেম্বার।
এলাকাবাসীর অভিযোগ, মইজ্জা, তার ছেলে ও ভাই নূরু মেম্বার ডাকাতির সাথে অনেকদিন থেকে জড়িত। সর্বশেষ গত ২১ ডিসেম্বর তার বাড়ি থেকে চোরাই যানবাহন আটক করেছে পুলিশ।
কামাল হোসেন খান, মতলব উত্তর করেসপন্ডেন্ট
।।আপডেট : ০৭:২০ এএম, ১৩ জানুয়ারি ২০১৫, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur