Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে জাতীয় মৎস্য সপ্তাহে পোনা অবমুক্তকরণ
মতলবে জাতীয় মৎস্য সপ্তাহে পোনা অবমুক্তকরণ

মতলবে জাতীয় মৎস্য সপ্তাহে পোনা অবমুক্তকরণ

জাতীয় মৎস্য সপ্তাহের ২য় দিন বুধবার (২০ জুলাই) চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পোনা অবমুক্তকরণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শহিদুল ইসলাম।

মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিনে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে মতলব শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এসে শেষ হয়।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, কৃষি কর্মকর্তা মো.তাজুল ইসলাম প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারহানা ইসলাম রুমা।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধিসমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলবে জাতীয় মৎস্য সপ্তাহে পোনা অবমুক্তকরণ

About The Author

প্রতিবেদক- পলাশ রায়, মতলব দক্ষিণ

Leave a Reply