চাঁদপেুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুরের একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেওয়া দু’মাথাযুক্ত শিশুটি মৃত্যু বরণ করেছে। জন্মের ২৪ ঘণ্টার মধ্যে নিজ বাড়িতে মৃত্যু হয় আলোচিত এ শিশুর।
পারিবারিক সূত্রে জানা যায়, সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জোড়া মাথা নিয়ে জন্ম নেওয়া শিশুটিকে হাসপাতাল কর্তৃপক্ষ জন্মের পরদিন সকালে বাড়ি পাঠিয়ে দেয়। যদিও শিশুটির মা ওই সময় হাসপাতালেই ভর্তি ছিলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর ১৯ আগস্ট ভোর রাতে মৃত্য হয়।
এদিকে শিশুটির জন্মের পর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল যে, জোড়া মাথাযুক্ত শিশুর অবস্থা ভালো, ব্যতিক্রম কিছু ঘটলে তারা ঢাকায় রেফার করার ব্যবস্থা করবে। কিন্তু তারা শিশুটির উন্নত চিকিৎসার কোন ব্যবস্থা না করেই বাড়িতে পাঠিয়ে দেয় বলে জানান পরিবারের সদস্যরা।
প্রসঙ্গত, গত ১৮ আগস্ট উপজেলার নারায়নপুর বায়েজিদ মেমোরিয়েল হাসপাতালে প্রসবজনিত ব্যাথা নিয়ে ভর্তি হন কচুয়া উপজেলার তুলপাই গ্রামের প্রবাসী বাবুল মিয়ার স্ত্রী নাছরিন (২৩)। পরে বিকালে ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ মিথুন, ডাঃ সারমিন ও ওমর ফারুকের তত্বাবধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জোড়া মাথা যুক্ত শিশুটির জন্ম হয়।
স্টাফ করেসপন্ডেন্ট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur