চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জন্মদাতাকে ‘হত্যাকারী’ পুত্র মামুন বিগত ৫ বছরেও গ্রেফতার হয়নি।
২০১২ সালের ৭ সেপ্টেম্বর উপজেলার চরমুকুন্দী গ্রামের খলিলুর রহমান সরকারকে নির্মমভাবে খুন করে তারই বখাটে পুত্র মামুন।
ওইদিন বিকেলে নিজ বাড়িতে মামুন ধারালো ছুরি দিয়ে তার বৃদ্ধ বাবার শরীরে এলোপাতাড়ি আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রক্তাক্ত জখম অবস্থায় তাৎক্ষনিক বাড়ীর লোকজন খলিলুর রহমানকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা বেগতিক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনার নিহত খলিলুর রহমান সরকারের বড় ছেলে মোঃ সফিকুল ইসলাম সরকার বাদী হয়ে ছোট ভাই মামুনের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা দ্রুত সময়ের মধ্যে মামুনের বিরুদ্ধে চার্জশীট করে চাঁদপুর আদালতে প্রেরণ করলেও তাকে আটক করতে পারেনি। আলোচিত এ হত্যাকান্ডের ৫ বছর অতিবাহিত হলেও একমাত্র আসামী মামুনকে আদৌ গ্রেফতার না হওয়ায় জন মনে নানা প্রশ্ন জন্ম নিয়েছি।
মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) মোঃ শহীদুল ইসলাম জানান, আসামী মামুনকে গ্রেফতারের চেষ্টা চলে। তবে তাদের পরিবারের পক্ষ থেকে তথ্য দিয়ে কোন সহযোগিতা করছেনা বলেও তিনি জানান।
প্রতিবেদক- মাহফুজ মল্লিক
আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫৯ পিএম, ১ এপ্রিল ২০১৭, শনিবার
ডিএইচ