মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান,জাতীয় সাপ্তাহিক ’দিন বদলের আলো’র সম্পাদক ও প্রকাশক, উপজেলা বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক, শাহাজউদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,রোটারী ক্লাব মতলবের প্রেসিডেন্ট,অঙ্গীকার বন্ধু সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান আব্দুল হাই আর বেঁচে নেই।
তিনি শনিবার ভোরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রিয়াযন্ত্র বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না …. রাজিউন।)
মরহুমের প্রথম নামাজে জানাযা শনিবার সকাল ১০ টায় ঢাকার পলওয়েল সুপার মার্কেটে অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় জানাযা বাদ আসর নিজ গ্রাম পুটিয়াতে অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি দুই সন্তান( এক ছেলে, এক মেয়ে), স্ত্রী, আত্মীয়- স্বজন,রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি তাঁর বাবার নামে এলাকায় শাহাজ উদ্দীন ফাউন্ডেশন নামে ট্রাষ্ট গড়ে শিক্ষা, স্বাস্থ্যসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অবদান রেখে গেছেন।
মাহফুজ মল্লিক , ১২ সেপ্টেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur