Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে কেএফটি কলেজিয়েট স্কুলে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন
ব্যাডমিন্টন

মতলবে কেএফটি কলেজিয়েট স্কুলে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন

মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলে তিন দিনব্যাপী আন্তঃহাউস ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ কর্নেল বাবর মো: সেলিম, পিএসসি (অব:)।
৫ মার্চ মঙ্গলবার বিকেলে উদ্বোধনী দিনে আটটি টিমের মধ্যে কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের রেক্টর জাকির হোসেন কামালসহ প্রভাষকমন্ডলী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, আগামীকাল টুর্নামেন্টের সেমিফাইনাল ও বৃহস্পতিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আজকের কোয়ার্টার ফাইনাল রাউন্ডের খেলায়(গার্লস উইং) প্রথম ম্যাচ ধনাগোদা এ দলের বিরুদ্ধে তিতাস এ দল জয় লাভ করে। দ্বিতীয় ম্যাচে ধনাগোদা বি দলের বিরুদ্ধে তিতাস বি দল জয় লাভ করে।
তৃতীয় ম্যাচ: ম গোমতী এ দলের বিরুদ্ধে মেঘনা এ দল জয় লাভ করে। চতুর্থ ম্যাচে গোমতী বি দলের বিরুদ্ধে গোমতী বি দল জয় লাভ করে

এদিকে বয়েজ উইংয়ের প্রথম ম্যাচ: তিতাস এ দলের বিরুদ্ধে ধনাগোদা এ দল জয় লাভ করে। দ্বিতীয় ম্যাচে তিতাস বি দলের বিরুদ্ধে ধনাগোদা বি দল জয় লাভ করে। তৃতীয় ম্যাচে গোমতী এ দলের বিরুদ্ধে মেঘনা এ দল জয় লাভ করে। চতুর্থ ম্যাচে মেঘনা গোমতী বি দলের বিরুদ্ধে মেঘনা বি দল জয় লাভ করে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৫ মার্চ ২০২৪