চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পাগলা কুকুরের কামড়ে একই বাড়ির ৩ নারীসহ ১৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার দুপুরে ও বিকালে নওগাঁও এবং নাগদা গ্রামে কুকুরের কামরের ঘটনাটি ঘটেছে।
হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার হঠাৎ করে একটি পাগলা কুকুর নওগাঁও গ্রামের তালুকদার বাড়িতে ইদু তালুকদারের স্ত্রী ঝরনা বেগম,রফিক তালুকদারের স্ত্রী কুলছুমা বেগম ও একই বাড়ীর সীমা আক্তারকে হাতে ও পায়ে কামড় দেয়। বাড়ির লোকজন লাঠিসোটা নিয়ে এগিয়ে গেলে কুকুরটি দৌড়ে চলে যায়।
পরে ওই ৩ মহিলাকে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কুকুরের কামরের ভ্যাকসিন নিয়ে বাড়ীতে চলে যান। এদিকে ওই দিন নাগদা গ্রামের শেখ বাড়ীতে একটি পাগলা কুকুরের কামরে আল আমিন শেখ ও ওই বাড়ীর একটি ছেলে এবং মুন্সী বাড়ীর ৩ জন আক্রান্ত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছে।এদিকে পাগলা কুকুরের কামরের ভয়ে নাগদা ও নওগাঁও গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ব্যপারে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন বলেন,হাসপাতালে কুকুরের কামড়ে ভ্যাকসিন না থাকায় আক্তান্ত রোগীদেকে চাঁদপুরে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,২৮ আগস্ট ২০২২