Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে ইউপি সদস্যের ওপর ‘পরাজিত প্রার্থীর হামলা’
মতলবে ইউপি সদস্যের ওপর ‘পরাজিত প্রার্থীর হামলা’

মতলবে ইউপি সদস্যের ওপর ‘পরাজিত প্রার্থীর হামলা’

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭ নং মোহনপুর ইউনিয়নে ৯ নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার প্রার্থী মোহাম্মদ হোসেনের উপর পরাজিত প্রার্থী গোলাম মুর্তজা প্রমানিকের লোকজন বিরুদ্ধে হামলাির অভিযোগ উঠেছে। বুধবার (৮ জুন) বিকেলে ওই এলাকার প্রমানিক বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

তাদের হামলায় বিজয়ী প্রার্থীর পরিবারের ৪ জন আহত হয়েছে বলে অভিযোগ রয়েছে।
আহতরা হলেন বিজয়ী প্রার্থী মোহম্মদ হোসেন (৩৯) তার ভাই বাবু প্রমানিক (৪০) ভাতিজা সায়মন প্রমানিক (২৭) ও সোলেমান প্রমানিকের স্ত্রী শিরিনা বেগম (৪০)।

আহতরা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারৈল হাসপাতালে এবং মতলব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতরা জানায় এবারের উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোহাম্মদ হোসেন ৭ নং মোহনপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রদপার্থী হিসেবে নির্বাচন করেন । তার প্রতিদন্দ্বী প্রার্থী হিসেবে নির্বাচন করেন গোলাম মুর্তজা । নির্বাচনে মোহাম্মদ হোসেন ৬৬৫ ভোট পান তার প্রতিদন্দ্বী পান ৩৬৩ ভোট।

নির্বাচনে হেরে গিয়ে গোলাম মুর্তজা ও তার লোকজন বুধবার বিকেলে মোহাম্মদ হোসেনের পরিবারের সাথে ঝগড়ায় লিপ্ত হয় । ঝগড়ার একপর্যায় পরাজিত প্রার্থী গোলাম মুর্তজা প্রমানিক , ও তার ছেলে তানজির প্রমানিক, তানভীর প্রমানিকসহ তাদের লোকজন বিজয়ী মেম্বারের লোকজনের উপর হামলা চালায়।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তারা জানায়।

প্রতিবেদক- কবির হোসেন মিজি