চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় শনিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন ও কৃষকদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়।
ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে ইঁদুর নিধন অভিযান এবং সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্বর করেন উপজেলা নির্বাহী অফিসার মো.শহিদুল ইসলাম। মতলব দক্ষিণ উপজেলা কৃষি অফিসের উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফ সিদ্দিকীর পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আ’লীগের সহ সভাপতি হুমায়ূন কবির প্রধান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.তাজুল ইসলাম।
কৃষি অফিসসূত্রে জানা জায়, উপজেলায় কৃষি প্রণোদনা প্রদর্শনীর জন্য প্রতি বিঘা হিসেবে ভুট্টা চাষীদের ২ কেজি হাইব্রিড বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, সরিষা চাষের জন্য ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং মুগ ডাল চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। মোট ৭শত ৮৫ বিঘা জমির জন্য এই সার ও বীজ বিতরণ করা হয়।
: আপডেট, বাংলাদেশ সময় ০১:০০ এএম, ০৯ অক্টোবর ২০১৬, রোববার
ডিএইচ