Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে আশ্রায়ন প্রকল্পের ৫টি ঘর পুড়ে ছাই
fire

মতলবে আশ্রায়ন প্রকল্পের ৫টি ঘর পুড়ে ছাই

চাঁদপুরের মতলব উত্তরে ফরাজীকান্দি ইউনিয়নের ছোট চরকালিয়া আশ্রয়ন প্রকল্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে রান্না ঘর থেকে আগুনের সূূত্রপাত বলে মনে করছে সংশ্লিষ্টরা।

ছোট চরকালিয়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ইয়াছিন জানান,দুপুুরে আবেদা বেগমের ঘর থেকে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে সবাই ডাক-চিৎকার করলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। আধা ঘন্টা প্রানপন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

আবেদা বেগমের ঘরের রান্না ঘর থেকে আগুন লেগে ওই সারির মোট ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থরা হলেন, মো. ইয়াছিন, আবেদা বেগম, নিজাম উদ্দিন, মো. সিরাজ উদ্দিন, মাসুদ আহমেদ তন্মধ্যে ইয়াছিন ও আবেদা বেগম বেশি ক্ষতিগ্রস্থ।

ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকান্ডে ফার্ণিচার, আসবাবপত্র ও নগদ অর্থসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডে বসতঘরসহ সবকিছু হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো একেবারেই নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে কোন মতে বসবাস করতে হবে।

অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে কম্বল এ শুকনো খাবার সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন পাটোয়ারী, ইন্সপেক্টর (তদন্ত) মরশেদুল আলম ভূঁইয়া, ফরাজীকান্দি ইউনিয়ন চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কামরুজ্জামান, আ.লীগ নেতা কামাল হোসেন গাজী, অহিদুজ্জামান মুকুল, ইউপি সচিব নাছির হোসেন খান, ইউপি সদস্য সফিকুল ইসলাম পাটোয়ারী, মৎস্য প্রতিনিধি উমর আলী প্রমুখ।

প্রতিবেদক:খান মোহাম্মদ কামাল