চাঁদপুরের মতলব দক্ষিণ থানা সংলগ্ন আজমেরী আবাসিক হোটেল থেকে আজ রোববার দুপুরে হিমেল আহমেদ (২২) নামক এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি মতলব উত্তর উপজেলার পূর্ব নাউরী গ্রামে। তার পিতার নাম মো. খোকন প্রধান।
আজমেরী আবাসিক হোটেলের ম্যানেজার মো. বাবর আলী বলেন, গত শনিবার রাত ৮টায় ওই যুবক হোটেলের ২য় তলার ১৯নং কেবিন ভাড়া নেন। পরদিন রোববার দুপুর ১২টার মধ্যে ওই কক্ষ থেকে বের না হওয়ায় তার খোজ নিতে হোটেল বয়কে পাঠানো হয়। কক্ষের দরজাটি বন্ধ থাকায় তাকে একাধিকবার ডাকা-ডাকি করার পর কোন সাড়া-শব্দ না পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। সাথে সাথে থানা-পুলিশ এসে দরজা কেটে ভিতরে দেখতে তার লাশ বিছানায় পরে আছে। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হিমেলের বাবা খোকন প্রধান বলেন, তার ছেলেকে দীর্ঘ প্রায় ৯ মাস আগে দুবাই পাঠানো হয়। সে বাংলাদেশে এসেছে এ ব্যাপারে আমাদেরকে জানায়নি। পুলিশের মাধ্যমে জানতে পেরেছি হিমেলের লাশ একটি আবাসিক হোটেলে পাওয়া গেছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন মিয়া বলেন, সংবাদ পেয়ে ওই হোটেলের কক্ষের দরজাটি গ্রেণিং মেশিন দিয়ে কেটে ভিতরে ঢুকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ সময় তার সাথে থাকা ১টি লাকেজ, ১টি মোবাইল, মানি ব্যাগ, ভোটার আইডি কার্ড, পোষাক এবং কীটনাশক ঔষধের ১টি বোতল উদ্ধার করা হয়। ধারণা করা হচেছ, সে আত্মহত্যা করেছে।এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৮ সেপ্টেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur