Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে আগুনে পাঁচ ঘর পুড়ে ছাই, ক্ষয়-ক্ষতি ১০ লাখ
মতলব উত্তর উপজেলার
ফাইল ছবি

মতলবে আগুনে পাঁচ ঘর পুড়ে ছাই, ক্ষয়-ক্ষতি ১০ লাখ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সিপাই কান্দি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দুপুর দেড় টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে আগুনে মাহফুজ সিপাই,স্বপন, শুভার ৫ টি ঘর পুুুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় নেই।

মতলব উত্তর উপজেলার

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ, এএসপি(মতলব সার্কেল) আহসান হাবিব,থানার ওসি মোহাম্মদ শাহাজাহান কামাল,স্থানীয় ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের হাতে প্রাথমিকভাবে ৫ হাজার টাকা তুলে দেন উপজেলা চেয়ারম্যান এম এ কুদ্দুস ও উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ।

নিজস্ব প্রতিবেদক,২৬ মার্চ ২০২১