মতলবগঞ্জ জে, বি, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শিক্ষাগুরু মরহুম ওয়ালি উল্লাহ পাটোয়ারী একমাত্র পুত্র মোঃ নেয়ামত উল্লাহ্ পাটোয়ারী (আবদু) ইন্তেকাল করেছে। (ইন্না… রাজেউন)।
২৭ মে বুধবার সকাল সাতটায় হ্রদযন্ত্রক্রীয়া বন্ধ হয়ে ঢাকা কলাবাগানস্থ নিজ বাসায় তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৮০ বছর এবং তিনি ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্বীয়- স্বজন গুনীগ্রাহী রেখে গেছেন।বুধবার বিকাল সাড়ে ৪ টায় মতলব পৌরসভার কলাদীর নিজ বাসার নিকটে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হশ।পরে তাদের পারিবারিক কবরস্থানেে দাফন করা হয়েছ।
নামাজের জানাযার পূর্বে মরহুমের লাশ দেখতে ছুটে যান,মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ,আল আমিন ক্রীড়া চক্রের সভাপতি এস এম সেলিম, কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, প্রাক্তন ছাত্র সমিতির সদস্য সোহাগ পাঠান সহ অন্যান্য সদস্যবৃন্দ। ওনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন-মতলব জে বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় সমিতির সভাপতি প্রকৌশলী সলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান সহ অন্যান্য সদস্যবৃন্দ মরহুমের পরিবারের প্রতি সমবেদনা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক,২৭ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur