Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবের মুন্সিরহাটে সড়কের ওপর পশুর হাট, যানজটে ভোগান্তি
সড়কের

মতলবের মুন্সিরহাটে সড়কের ওপর পশুর হাট, যানজটে ভোগান্তি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজার এলাকায় আঞ্চলিক মহা সড়কের উপর কোরবানির পশুর হাট বসানো হয়েছে।
প্রশাসনের নির্দেশ অমান্য করে মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের ওপর এক কিলোমিটার দীর্ঘ জায়গাজুড়ে কোরবানির পশুর হাট বসানো ফলে ঘন্টার পর ঘন্টা যানজটের সৃষ্টি হয়। ওই সড়ক দিয়ে যাতায়াতকারী মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়। ।

৬ জুলাই বুধবার সকাল থকে ওই হাটের কার্যক্রম শুরু হয়। এতে সড়কটিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় দেড় কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঈদে ঘরমুখো যাত্রী,চাঁদপুরের বিভিন্ন উপজেলার রোগী এবং অন্যান্য যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আজ বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত ওই এলাকায় অবস্থান করে দেখা যায়, মুন্সিরহাট বাজার এলাকায় মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের ওপর এক কিলোমিটার দীর্ঘ স্থানজুড়ে কোরবানির পশুর হাট বসানো হয়েছে। সড়কটির অর্ধেক প্রস্থে সারি সারি করে রাখা হয়েছে কোরবানির গরু ও ছাগল। সেখানে পশুর ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই। যানবাহন চলাচলেরও সুযোগ নেই তেমন। সেখানে দেড় কিলোমিটার এলাকায় আজ দিনভর দফায় দফায় যানজটের সৃষ্টি হয়। মাঝে মাঝে থানা ও ট্রাফিক পুলিশ ওই যানজট দূর করার চেষ্টা চালায়। যানজটের কবলে পড়ে তীব্র গরমে ওই পথের যাত্রীরা সীমাহীন দুর্ভোগ পোহায়। বাজারটিতে ঈদের কেনাকাটা করতে আসা লোকদেরও বিড়ম্বনা পোহাতে হয়। ব্যাহত হয় ঈদের বেচাকেনাও।

উপজেলার নারায়নপুরের আলী আক্কাস বলেন চাঁদপুর থেকে একটি অটোরিকশায় বাড়ি যেতে বিকেল মুন্সিরহাট বাজার পেরহতে দীর্ঘ যানজটের কবলে পরি । তীব্র গরমে সেখানে প্রায় দেরঘন্টা অটোরিকশায় বসে থাকতে হয়। পরে পুলিশের হস্তক্ষেপে যানজট কিছুটা দূর হয়। সড়কের ওপর এভাবে পশুর হাট বসানো নিয়মবহির্ভূত।

পশুর হাটটির ইজারাদার জহিরুল ইসলাম হাজরা বলেন, পৌরসভা থেকে প্রায় চার লাখ টাকায় ইজারা নিয়ে সেখানে বৈধভাবেই পশুর হাট বসিয়েছি। অতীতেও এভাবেই সেখানে পশুর হাট বসেছিল ।

মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন বলেন, গত ১০০ বছর ধরে ঐতিহ্যগতভাবেই ওই বাজারে সড়কের ওপর কোরবানির পশুর হাট বসছে। বার্ষিক ইজারা নিয়েই ওই হাট বসিয়েছেন সংশ্লিষ্ট ইজারাদার।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, যানজট দূর করতে থানা-পুলিশের তিনটি দল এবং ট্রাফিক পুলিশের একটি দল সার্বক্ষণিক সেখানে কাজ করছে। আজ সন্ধ্যায় সহকারী পুলিশ সুপারের (মতলব সার্কেল) কার্যালয়ে হাটটির ইজারাদার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ডাকা হয়েছে।

ইউএনও ফাহমিদা হক জানান, সড়কের ওপর পশুর হাট না বসাতে পৌর কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও স্থানটি ইজারা দিয়ে পশুর হাট বসানো হয়েছে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৬ জুলাই ২০২২