মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আওলাদ হোসেন লিটন করোনায় আক্রান্ত হয়েছেন। জটিল কোনো উপসর্গ ছাড়াই এই রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ডাক্তারের পরামর্শ নিয়ে মতলবের নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
করোনায় আক্রান্তের বিষয়টি গত ২৯ জুলাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম কাওসার হিমেল নিশ্চিত করেছেন।
এদিকে মেয়রের করোনায় আক্রান্তের খবর শুনে মতলব প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন স্বাস্থ্য বিধি মেনে ওনার সাথে দেখা করে চিকিৎসার খোঁজ খবর নেন।
মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন করোনা ভাইরাসের প্রভাবে পৌর এলাকার হত দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা করার জন্য প্রতিটি ওয়ার্ড ঘুরে বেরিয়েছেন। নিজেই খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন দরিদ্র মানুষের ঘরে ঘরে। মতলব পৌরবাসীর স্বাস্থ্য সচেতনতায় বিভিন্ন স্থানে চালিয়েছেন প্রচারনা।
এদিকে আলহাজ্ব আওলাদ হোসেন লিটনের সুস্থ্যতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক, ২৯ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur