মতলব উত্তরে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছেন, ‘মতলবের পরিবেশ শান্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শেখ হাসিনা সরকার সারা দেশে সন্ত্রাস,মাদক,ইভটিজিং এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। আর সরকারের সুনাম বিনষ্ট করতে যারা অপপ্রচার করেছেন তাদেরকে সতর্ক করে দেন নেতারা।’
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যেগে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি মিছিল ও সমাবেশে বক্তারা একথা বলেন।
ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে শান্তি মিছিলটি পৌর আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারের চৌরাস্তা মোড়ে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেফায়েত উল্ল্যা দর্জির সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজি, সদস্য আতিকুর রহমান, সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান, সাংগঠনিক সম্পাদক জামান সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, পৌর ছাত্রলীগ নেতা আবু হানিফ অপু প্রমুখ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৪ জানুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur