Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবের নায়েরগাঁও বাজারের ইজারা বাতিল
Motlob Dokkhin
প্রতীকী

মতলবের নায়েরগাঁও বাজারের ইজারা বাতিল

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শর্ত ভঙ্গের অভিযোগে নায়েরগাঁও বাজারের ইজারা বাতিল করেন । ১৫ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ৫০২ নং স্মারক অনুসারে ওই ইজারা বাতিল করা হয়।

অফিস সূত্র মতে, উপজেলার নায়েরগাঁও বাজার বঙ্গাব্দ ১৪২৩ সনের ১ বৈশাখ হতে ৩০ চৈত্র পর্যন্ত ইজারা প্রদানে দরপত্র আহবান করা হয়। উক্ত দরপত্রে সর্ব্বোচ্চ দরদাতা (পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা) হিসেবে উপজেলার পাটন গ্রামের কিশোর কুমার পাল নির্বাচিত হন।

সর্ব্বোচ দরদাতা হিসেবে অবশিষ্ট ৭৫%, ১৫%ভ্যাট ও ৫% আয়করের টাকা প্রদানে চিঠি প্রদান করে উপজেলা কার্যালয়।

ওই ইজারাদার বিভিন্ন সময়ে আংশিক টাকা পরিশোধ করলেও তার কাছে নয় লাখ টাকা এখনও বাকি রয়েছে। এ টাকা প্রদানের জন্য বেশ কয়েক বার চিঠি প্রদান করলেও ইজারাদার তা’ জমা না দেয়ায় হাট বাজার ইজারা শর্ত ভঙ্গের কারণে এ ইজারা বাতিল করা হয় এবং জমাকৃত অর্থ বাজেয়াপ্রাপ্ত করা হয় ও ইজারাদারকে বাজারের সকল প্রকার টোল আদায় থেকে বিরত থাকতে নির্দেশ প্রদান করে উপজেলা প্রশাসন।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময়  ৩:৩০ এএম,  ২৬  সেপ্টেম্বর  ২০১৬, রোববার

ডিএইচ

Leave a Reply