প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে প্রধানমন্ত্রী সনদ পাওয়া মতলবরে কৃতি সন্তান জেনিফার কাইউম অমি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। গত ২৬ ফেব্রæয়ারি বিকেলে ঢাকা গ্রীণরোড এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে।
আহত অমির বাবা মো. আবদুল কাইউম খান জানান, সোমবার বিকেলে ফার্মগেট তার খালার বাসা থেকে বের হয়ে রিকশাযোগে বই মেলায় যাওয়ার পথে পেছন থেকে আসা একটি পিকঅ্যাপ ভ্যান ধাক্কা দিলে সাথে সাথে ছিটকে নিছে পড়ে যায়। এতে তাঁর মুখমন্ডলসহ হাঁটু ও হাতে রক্তাক্ত জখম হয়। সাথে সাথে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ধানমন্ডি ল্যাব এইড হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে সে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার খালায় বাসায় রয়েছে। দ্রæত সুস্থ্যতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন তাঁর পরিবার।
প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে দেশের ২৬৫জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে জেনিফার কাইউম অমি প্রধানমন্ত্রী স্বর্ণপদক গ্রহণ করেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের মেধাবী ছাত্রী জেনিফার কাইউম অমি।
প্রতিবেদক- মাহফুজ মল্লিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur