চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঐতিহ্যবাহী মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটায় বিদ্যালয় মিলনায়তনে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা পরিষদের সাবে ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গাউসুল আজম পাটওয়ারী। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনির হোসেনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক ও মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি হোসাইন মোঃ কচি, মতলব বাজার বণিক ও জনক্যাণ সমিতির সহ-সভাপতি আব্দুল হান্নান অপু, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মহসিন আলম, বিদায়ী শিক্ষার্থী প্রাপ্তি রায় চৌধুরী, বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী মলিনি নাহার মাহি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নাজমুল হক, মাইনুদ্দিন, হারুনুর রশিদ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক রিয়াজুল ইসলাম ও গীতা পাঠ করেন সহকারী শিক্ষক কুশ চন্দ্র বর্মন। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১২ ফেব্রুয়ারি ২০২৪