Home / চাঁদপুর / হাজীগঞ্জ মডেল হসপিটালের উদ্যোগে মহান শহিদ দিবস পালন
model

হাজীগঞ্জ মডেল হসপিটালের উদ্যোগে মহান শহিদ দিবস পালন

হাজীগঞ্জ মডেল হসপিটালের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জার্তিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে । মডেল হসপিটালের ফুড লাভারর্স সেন্টারে শহিদ মিনারের পাদদেশে বেলা ৬ টায় মহান শহিদ দিবসের যারা ভাষা রক্ষায় প্রাণ দেন তাঁেদর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হাজীগঞ্জ মডেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ ড.আলমগীর কবির পাটওয়ারী,হাজীগঞ্জ ্ঐতিহাসিক বড় মসজিদের ভার-প্রাপ্ত মোতাওয়াল্লী প্রিন্স সাকিল আহমেদ।

এ সময় হাজীগঞ্জ মডেল হসপিটালের সহকারী ব্যবস্থাপক ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ, মসজিদ ও হসপিটালের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ সাথে ছিলেন। এদিকে বিকেল ২ টায় হাজীগঞ্জ মডেল হসপিটালের উদ্যোগে ও ফুড লাভারর্স সেন্টারে মহান শহিদ দিবস ও আন্তর্জার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাজীগঞ্জ পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১ম হতে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের সমন্বয়ে ভাষা দিবসের বিভিন্ন প্রেক্ষাপটের ওপর তুমুল প্রতিযোগিতাপূর্ণ একটি চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে প্রায় দুশতাধিক শিক্ষার্থীধিক বিকেলে শহিদ দিবসের আলোচনা শেষে ১ম , ২য় ও ৩য় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ থানার ইনচার্জ মো.জুবায়ের সৈয়দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ মডেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ ড.আলমগীর কবির পাটওয়ারী।

অনুষ্ঠানে মডেল হসপিটালের ফুড লাভারর্স সেন্টারের কর্মকর্তা ও মডেল হসপিটালের কর্মকর্তাগণ,শিক্ষার্থী ও শিক্ষার্থীগণের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আবদুল গনি
২২ ফেব্রুয়ারি ২৯২৩