চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কেরোয়া মজিদিয়া আইডিয়াল ট্রাস্ট হাসপাতালের নতুন ৩ তলা ভবনের উদ্ধোধনে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে ৫’শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হাসপাতালের কান্ট্রি ডিরেক্টর মাও. মাহাবুবুর রহমান বলেন, ‘পুরো উপজেলার গরীব মানুষের সেবার পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সেবার জন্য ২০০৩ সালে আমাদের হাসপাতাল চালু হয়। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে হাসপাতালটি মেডিক্যাল কলেজে পরিণত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন হাসপাতালের পরিচালক মো. বজলুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রভাষক মোঃ মহিউদ্দিন, সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম পাটওয়ারী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আঃ আয়াল মিয়াজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান দুলাল, আ’লীগ নেতা মো. কামাল হোসেন মিয়াজী, ওয়ার্ড কমিশনার মোঃ হারুন-অর রশিদ বেপারী, মোঃ ইসমাইল হোসেন সোহেল, এডভোকে মোঃ সাইফুর রহমান(আদিল), আবু নাছের পাটওয়ারী, সফিকুল ইসলাম মুন্সী, মোঃ কাইয়ূম , ফজলুল হক কেরানী, শাহাজান বেপারী প্রমূখ।
বিশেজ্ঞ চিকিৎসক টিমে ছিলেন ডা. জাকারিয়া, ডা. জালাল উদ্দিন রুমি, ডা. বেলাল হোসাইন, ডা. নিগার সুলতানান, ডা. জসিম উদ্দিন, ডা. কাউসার ও ডা. সঞ্জয় কুমার প্রমুখ।
প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ
: আপডেট, বাংলাদেশ সময় ৬: ০০ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৭, শনিবার
ডিএইচ